সিম্ফনির ফুলভিশন ডিসপ্লের নতুন স্মার্টফোন
সিম্ফনি ‘আই’ সিরিজের ফুলভিশন ডিসপ্লের নতুন একটি স্মার্টফোন বাজারে এনেছে। ‘আই ১৫’ নামের ফোনটি ৮ দশমিক ৯ মিলিমিটার পাতলা। ৫ দশমিক ৪৫ ইঞ্চি মাপের এইচডি প্লাস ডিসপ্লের ফোনটিতে ১৪৪০ × ৭২০ রেজল্যুশন পাওয়া যায়। অ্যান্ড্রয়েড গো ৮.১ অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনে ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর আছে। ১ গিগাবাইট র্যামের ডিভাইসটিতে ৮ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা আছে, মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
স্মার্টফোনটির পেছনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনটিতে আছে ‘মুন লাইট সেলফি ফ্ল্যাশ’, যা দিয়ে রাতে সেলফি তোলা যায়। এর ব্যাটারি ৩২০০ এমএএইচ। এ ছাড়া সেন্সর হিসেবে আছে জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর ও লাইট সেন্সর। সিম্ফনির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আই ১৫ ফোনটির দাম ৬ হাজার ৬৯০ টাকা।
No comments