Header Ads

Header ADS

জেড এয়ারএইচ ল্যাপটপে চার উপহার

দেশের প্রযুক্তিপণ্যের বাজারে সাশ্রয়ী ল্যাপটপ ব্র্যান্ড আইলাইফের জেড এয়ারএইচ ল্যাপটপের সঙ্গে উপহার ঘোষণা করেছে বিক্রেতা প্রতিষ্ঠান স্টারটেক। ল্যাপটপের সঙ্গে ১৬ জিবি পেনড্রাইভ, ওয়্যারলেস মাউস, ব্যাগ ও টি-শার্ট উপহার দেবে প্রতিষ্ঠানটি।
আইলাইফের বিজ্ঞপ্তিতে বলা হয়, জেড এয়ার এইচ ল্যাপটপের দাম সাশ্রয়ী হওয়ার কারণে ইতিমধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। মূলত এই ল্যাপটপ বেশ হালকা ও পাতলা গড়নের। তাই সহজে বহনযোগ্য। ল্যাপটপে রয়েছে দ্রুতগতিসম্পন্ন ইনটেল প্রসেসর, ৩২ জিবি ইএমএমসি মেমোরি, যা বড় প্রোগ্রাম চালু করতে সাহায্য করবে। ২ জিবি ডিডিআর থ্রি-বিশিষ্ট ল্যাপটপটিতে রয়েছে ৫০০ জিবি হার্ডডিস্ক।
১৪ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লের ল্যাপটপটিতে উইন্ডোজ ১০ জেনুইন অপারেটিং সিস্টেম রয়েছে। ল্যাপটপটিতে রয়েছে ওয়াই-ফাই কানেকটিভিটি, একটি ইউএসবি পোর্ট টু, মাইক্রো এইচডিএমআই ও এসডি কার্ড পোর্ট। এর ব্যাটারি ১০ হাজার মিলি অ্যাম্পিয়ারের। এর দাম ১৯ হাজার ৮৯৯ টাকা। অনলাইনে https://www.startech.com.bd/i-life-zedair-h ফরমাশ দেওয়া যায়।

No comments

Powered by Blogger.