দেশের প্রযুক্তিপণ্যের বাজারে সাশ্রয়ী ল্যাপটপ ব্র্যান্ড আইলাইফের জেড এয়ারএইচ ল্যাপটপের সঙ্গে উপহার ঘোষণা করেছে বিক্রেতা প্রতিষ্ঠান স্টারটেক। ল্যাপটপের সঙ্গে ১৬ জিবি পেনড্রাইভ, ওয়্যারলেস মাউস, ব্যাগ ও টি-শার্ট উপহার দেবে প্রতিষ্ঠানটি।
আইলাইফের বিজ্ঞপ্তিতে বলা হয়, জেড এয়ার এইচ ল্যাপটপের দাম সাশ্রয়ী হওয়ার কারণে ইতিমধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। মূলত এই ল্যাপটপ বেশ হালকা ও পাতলা গড়নের। তাই সহজে বহনযোগ্য। ল্যাপটপে রয়েছে দ্রুতগতিসম্পন্ন ইনটেল প্রসেসর, ৩২ জিবি ইএমএমসি মেমোরি, যা বড় প্রোগ্রাম চালু করতে সাহায্য করবে। ২ জিবি ডিডিআর থ্রি-বিশিষ্ট ল্যাপটপটিতে রয়েছে ৫০০ জিবি হার্ডডিস্ক।
১৪ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লের ল্যাপটপটিতে উইন্ডোজ ১০ জেনুইন অপারেটিং সিস্টেম রয়েছে। ল্যাপটপটিতে রয়েছে ওয়াই-ফাই কানেকটিভিটি, একটি ইউএসবি পোর্ট টু, মাইক্রো এইচডিএমআই ও এসডি কার্ড পোর্ট। এর ব্যাটারি ১০ হাজার মিলি অ্যাম্পিয়ারের। এর দাম ১৯ হাজার ৮৯৯ টাকা। অনলাইনে https://www.startech.com.bd/i-life-zedair-h ফরমাশ দেওয়া যায়।
No comments